শিবগঞ্জে ভেজাল মসলা তৈরি দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভেজাল মসলা তৈরি ও সরকারি অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৯১ কেজি শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার পাইলিং মোড় এলাকায় অবস্থিত মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরির সময় মেসার্স রাইহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জব্দকৃত ১৯১ কেজি শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।











