ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৫৬ অপরাহ্ন

পবা উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট: Thursday, April 28, 2022 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওহাটা বাজারে নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, প্যানেল মেয়র-১ আজিজুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, পবা উপজেলা সাব-রেজিস্ট্রার রওশন আরা, পবা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক। আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহউল আলম দিনার, কোষাধ্যক্ষ অসিত কুমার, নির্বাহী সদস্য সোহেল মাহবুব, সাংবাদিক সবুজ হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।