ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

পোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:14 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ পোরশা শাখার নেতা প্রভাষক শরিফুল ইসলাম জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। তিনি উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।

তিনি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গত মঙ্গলবার জামায়াতের দলীয় সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জামায়াতে যোগদান করার বিষয়ে প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের নেতারা বড় বড় হুজুরদের গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেন না।

এছাড়াও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যকলাপ দেখে তার খারাপ লাগায় তিনি ওই দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান। বিষয়টি উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।