ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

হোটেল রেস্তোরাঁয় শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 9:04 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট, ৮ ঘন্টা ডিউটি, সম্পাদিত চুক্তিসহ শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের এক প্রতিনিধি সভা রাণীরগর সাধুর মোড়ে অনুষ্ঠিত হয়।

উত্তরাঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা আব্দুল মোমিন মন্ডল এর সভাপতিত্বে সভায় বক্তাগণ বলেন- কখনো চাকরি রক্ষা, কখনো বকেয়া মজুরি, কখনো মজুরি বৃদ্ধির জন্য আমাদেরকে প্রতিনিয়ত মাঠে ময়দানে রাজপথে লড়ায়ের জন্য নামতে হচ্ছে।

আমরা প্রত্যাশা করি, প্রতিটি রাজনৈতিক দল শ্রমিকদের দাবীগুলো সমর্থন করে তা পূরণে আন্তরিক হবেন। হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের দাবী সমূহ বাস্তবায়ন করার জন্য সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ সংগ্রামী সভাপতি জিন্নাত কাজী খালেক, হোটেল রেস্তোরা সংগ্রাম পরিষদ উত্তরাঞ্চল কমিটির যুগ্ম আহ্বায়ক সমর সরকার ও দেলোয়ার হোসেন সবুজ, রাজশাহী হোটেল শ্রমিক প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন- ফিরোজ হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ। সংগ্রাম পরিষদের সাংগঠনিক কার্যক্রম ত্বরানিত করার জন্য রাজশাহী সংগ্রাম পরিষদের ফিরোজ হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশষ্ট আহ্বায়ক কমিট গঠন করা হয়।