ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য নেই

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 12:45 am

স্টাফ রিপোর্টার: বর্তমানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। তথ্য প্রযুক্তির এ যুগে নির্বাচন সংক্রান্ত তথ্য সবার কাছেই জরুরি হলেও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটটি গত কয়েক দিন ধরেই ব্লকড করে রাখার অভিযোগ উঠেছে।

এছাড়া ওয়েবসাইটের দুই-একটি লিঙ্ক খোলা গেলেও নেই হালনাগাদ প্রয়োজনীয় তথ্য। ফলে গণমাধ্যম কর্মী ও নির্বাচন পর্যবেক্ষকসহ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলির প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে যেমন পারছেন না তেমনি পাচ্ছেন না কোনো তথ্য। নির্বাচনী কার্যালয়টিতে প্রয়োজনীয় জনবল ও পৃথক একটি আইটি সেল থাকার পরও খোদ নির্বাচন কমিশনের অধীন আঞ্চলিক অফিসের ওয়েবসাইটটির এই দুরবস্থায় ভোগান্তিতে পড়ছেন অনেকে। ভুক্তভোগীরা অভিযোগে বলেছেন, এমনিতেই রাজশাহীর বিভাগীয় ও জেলার সরকারি দপ্তরগুলির ওয়েবসাইটে জনসাধারণের জন্য প্রয়োজনীয় কোনো তথ্য পাওয়া যায় না। সরকারি ওয়েবসাইটগুলো নিয়মিত আপডেটও করা হয় না। দুই-একটি খোলা গেলেও সেখানে দুই তিন বছরের পুরোনো তথ্যই দেখা যায়; কিন্তু চলমান ত্রয়োদশ নির্বাচনী তোড়জোড়ের মধ্যে খোদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত দপ্তরটির ওয়েবসাইটের এ দুরবস্থায় ক্ষোভ বেড়েছে আরও।

দেখা গেছে, রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটটি খুললেও এর অধিকাংশ লিঙ্কই খোলা যায় না ব্লকড থাকার কারণে। ফলে রাজশাহী বিভাগের অধীন সংসদীয় আসনগুলোতে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীসহ নির্বাচন সংক্রান্ত কোনো তথ্যই পাওয়া সম্ভব হচ্ছে না। বিভাগীয় নির্বাচন অফিসের ওয়েবসাইটের দুই-একটি লিঙ্ক খোলা গেলেও সেগুলোতে নেই হালনাগাদ তথ্য। বিশেষ করে চলতি ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো তথ্যই এ ওয়েবসাইটে নেই।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান মঙ্গলবার গণমাধ্যমকে জানান, আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইট খোলা যাচ্ছে না এবং সংসদ নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে না-এমনটা হওয়ার কথা নয়। বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ নেবেন। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সব তথ্যই ওয়েবসাইটে থাকার কথা। তবে তিনি আরও বলেন, আগ্রহী কেউ চাইলে আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হয়ে সব তথ্যই পেতে পারেন।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত একটি পর্যবেক্ষক সংস্থার স্থানীয় একজন প্রতিনিধি নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানান, তথ্যপ্রযুক্তির এই যুগে সব তথ্যই সংস্থার ওয়েবসাইটে থাকা প্রয়োজন। কে কোন আসনে প্রার্থী হচ্ছেন, তাদের হলফনামা, ভোটার সংখ্যা কেন্দ্র সংখ্যা ইত্যাদি সব তথ্যই পর্যবেক্ষণের জন্য জরুরি; কিন্তু বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্যের কোনো লিঙ্ক-ই নেই। সূত্র: যুগান্তর