ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

‘সংসদে দাঁড়িয়ে শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন বেগম জিয়া’

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 12:19 am

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আলেম ওলামাদের জঙ্গি বলে প্রচার এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর রাতের অন্ধকারে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করেছিলেন।”

গতকাল মঙ্গলবার বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় নওহাটা স্কুল মাঠে জাতীয়তাবাদী ওলামা দল, রাজশাহী জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল হক মিলন বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম ওলামাদের ভালবাসতেন এবং নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। বেগম খালেদা জিয়াও একই পথে হেঁটেছেন। তিনি কখনো আলেম ওলামাদের অসম্মান করে কথা বলেননি। তিনি সর্বদা তাঁদের ভালবাসতেন। সেইসাথে তাঁদের বিরদ্ধে কেউ বাজে মন্তব্য করলেও তিনি প্রতিবাদ করতেন।”

জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক তাজউদ্দিন খান এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, নওহাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, বিএনপি নেতা মর্তুজা আলী ও সাইদুর রহমান।

এদিকে বিকেলে পবার হড়গ্রাম ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে আলীগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনালী/জগদীশ রবিদাস