ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে মাদার বখ্শ’র মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 12:09 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিশিষ্ট জননেতা মাদার বখ্শ এর ৫৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

তিনি ছিলেন বিশিষ্ট আইনজীবী, রাজশাহী পৌরসভার প্রথম চেয়ারম্যান, স্থানীয় এমএলএ ও রাবি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিকেলে সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও মরহুম মাদার বখ্শ এর পৌত্র কাজী হা-মিম সালেহ। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ প্রফেসর শাহ্ হোসাইন আহমদ মেহ্দী।

সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, মাদার বখ্শ ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। জনসাধারণের উন্নয়নে তিনি ছিলেন নিরন্তর প্রয়াসী। এতদঞ্চলের মানুষের উচ্চশিক্ষা নিশ্চিত করতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জনমত সংগঠন করে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আন্দোলন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটিতে তিনি ছিলেন অন্যতম যুগ্ম সম্পাদক। নবগঠিত রাজশাহী পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে তিনি শহরবাসীর নাগরিক সুবিধা হিসেবে ব্যাপক কর্মতৎপরতা চালান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা রাজশাহীবাসী জনহিতৈষী ও শিক্ষানুরাগী এই জননেতার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তাই আমরা দেখতে পাই শিক্ষানগরী রাজশাহীতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা তাঁর নামে নামকরণ করা হয়েছে। এমনকি জন্মভূমি নাটোরেও তাঁর নামে শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। প্রসঙ্গক্রমে উপাচার্য রাবিতে মাদার বখ্শের স্মৃতি রক্ষায় কিছু পরিকল্পনার কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার।