ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১২ পূর্বাহ্ন

ওভারপাসের সড়কের জমি অধিগ্রহণের চেক বিতরণ

  • আপডেট: Thursday, April 28, 2022 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নির্মাণাধীন ওভারপাসের সংযোগ সড়ক নির্মাণের জমি অধিগ্রহণের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

রুয়েটের পেছন থেকে খড়খড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার নতুন চারলেন সড়কের কাজটি প্রায় আটমাস ধরেই বন্ধ। রুয়েটের পেছনে নির্মাণাধীন একটি ওভারপাসের সংযোগ সড়কের জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ার কারণেই কাজটি আটকে ছিল। এ নিয়ে বুধবার সোনালী সংবাদে একটি সংবাদ প্রকাশ হয়। পরদিনই ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হলো।

জেলা প্রশাসক এ দিন মোট ২০ জনের মাঝে দুই কোটি ৮২ লাখ ৫৭ হাজার ২৬৯ টাকার চেক বিতরণ করেন। মোট ২০টি চেকের মধ্যে ৯টিই ছিল ওভারপাসের সংযোগ সড়কের জমি অধিগ্রহণের। চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।