মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন
স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে গত বৃহস্পতিবার রাতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের জিমনেসিয়ামে প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, এনএস আই, জেলা পুলিশ, রাজশাহী কলেজ, সরকারি মহিলা কলেজসহ ১৬টি সরকারি প্রতিষ্ঠানের ৩২জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
চুড়ান্ত খেলায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী জুটি ও জেলা পুলিশ সুপার মো: হুমায়ূন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী লোগো সম্বলিত টি-শার্ট, মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স ও মাদকবিরোধী স্লোগান সম্বলিত কলম বিতরণ করা হয়।










