ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে শাপলার বার্ষিক কর্মী সম্মিলন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, January 16, 2026 - 9:35 pm

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সারা দিনব্যাপী সংস্থার বার্ষিক কর্মী সম্মিলন-২০২৬ অনুষ্ঠিত হয়।

নগরীর সপুরাস্থ শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক কর্মী সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

বিশেষ অতিথি ছিলেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি আইয়ুব আলী, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আয়েশা হাজেরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ও সংস্থার ইনফরমেশন এন্ড রিসার্স অফিসার ইমরুল আসাদ।

কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মতবিনিময় ও অনুভূতি ব্যক্তকরণ পর্বে সংস্থায় কর্মরত মাঠ পর্যায়ের স্টাফ থেকে প্রধান কার্যালয়ের স্টাফগণ বিভিন্ন ধরনের মতামত ও অনুভূ ওতি ব্যক্ত করেন।

নামাজ ও দুপুরের মধ্যাহ্ন ভোজের বিরতির পর শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের স্টাফ ও কালচারাল স্কুলের শিক্ষার্থী এবং ট্রেইনারদের সমন্বয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক কার্যক্রম (গান, নাচ, কবিতা, চুটকি প্রভৃতি) উপস্থাপিত হয়।

সবশেষে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যের মাধ্যমে বিকাল ৫টায় কর্মী সম্মিলনের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সকল পর্যায়ের স্টাফ, সহযোগী প্রতিষ্ঠানের স্টাফ, কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের সদস্য এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।