ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৫ অপরাহ্ন

মৃত ও শারীরীক অক্ষম কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদান

  • আপডেট: Thursday, April 28, 2022 - 9:59 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন দপ্তরে চাকরিরত অবস্থায় মারা যাওয়া ও শারীরীকভাবে স্থায়ী অক্ষম ১৫ জন কর্মচারীর পরিবারের মাঝে ১ কোটি ১২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক। উপস্থিত ছিলেন, রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) অভিজিত সরকার।

উল্লেখ্য, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যু হলে কিংবা কেউ গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে নীতিমালা অনুযায়ী প্রত্যেককে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এ নীতিমালা অনুযায়ী রাজশাহীতে মৃত ১৩ জন কর্মচারীর প্রত্যেক পরিবারকে ৮ লাখ করে এবং অক্ষম দুজনের পরিবারকে ৪ লাখ করে মোট ১ কোটি ১২ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হলো।