ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৬ - ৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে মাটি কাটা ও বহনের দায়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট: Friday, January 16, 2026 - 12:21 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অবৈধভাবে মাটি কাটা ও বহনের অপরাধে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাটি কাটায় ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করে মেশিন দুটি বিকল করা হয়েছে।

গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড় নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকার পূর্ব পাশে অবস্থিত কৃষি ডাঙ্গা জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে তা বহন করে তামান্না হিমাগারের কৃষি জমি ও জলাশয় ভরাট করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পায়। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

আদালতের রায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি তালন্দ বাজার পার হয়ে নবনির্মিত তামান্না হিমাগারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার বাওসা গ্রামে এবং তিনি ধীরেন্দ্রনাথ শর্মার ছেলে। অপরদিকে মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাড়ি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় এবং তিনি আব্দুস সালাম বেপারির ছেলে।

এছাড়াও অবৈধ মাটি কাটায় ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করা হয় এবং মেশিন দুটি বিকল করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় এ জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, কৃষিজমি, ডাঙ্গা কিংবা উঁচু-নিচু জমির টপসয়েল কাটার কোনো সুযোগ নেই, কারণ এসব এলাকা বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। কেউ অবৈধভাবে মাটি কাটলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন ম

হল।