ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ৩:৫০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন বিএসএফের

  • আপডেট: Thursday, January 15, 2026 - 12:00 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

পরে গতকাল বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে- যশোর জেলার অভয়নগর থানার বৈকারা কবরস্থান গ্রামের তারিপ গাজির ছেলে ইসলাম গাজি (৪৫), তার স্ত্রী মমেনা বেগম (৩৫), তার ছেলে এমদাদুল (১৮), তার মেয়ে তাননিম (১১), একই গ্রামের আফজাল খানের স্ত্রী রওশন আরা বেগম (৩৮), তার ছেলে শাহিন খান (১৮), তার ছেলে শামীম খান (৮), মাহাতাব বিশ্বাসের ছেলে সাবির বিশ্বাস (২৮), তার স্ত্রী জুলি বিশ্বাস (২০), তার ছেলে আব্দুল্লাহ বিশ্বাস (৩), একই থানার পায়রা গ্রামের নাসির বিশ্বাসের ছেলে বিল্লাল খান (২৫), তার স্ত্রী বৃষ্টি বেগম (২৪), তার ছেলে তামিম খান (৮) ও একই থানার কোটা গ্রামের আবু বক্করের ছেলে বায়জিত মোল্লা (১৮), খুলনা জেলার ভুটিয়া গাটা থানার বান্ডারকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে মনিরুল শেখ, তার স্ত্রী জোসনা বেগম ও তার ছেলে জুয়েল (১৮)।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা ভারতের আগ্রা কারাগারে ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়। কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিএসএফের ১২ ব্যাটালিয়য়েন টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকেরা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।