ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

পোরশায় অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

  • আপডেট: Thursday, January 15, 2026 - 12:00 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সে সাথে অবৈধভাবে পরিচালনার অপরাধে ইটভাটাগুলো থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ প্রিয়াংকা দাস এর নেতৃত্বে গত মঙ্গলবার বিকালে উপজেলার নিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এক্্রক্লেভেটর দিয়ে ভাটাগুলি ভাঙা হয়।

পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকস থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।