ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ২:৪১ পূর্বাহ্ন

নগরীতে মাদকসহ গ্রেপ্তার ২

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম ও পবা থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মৃত সুবাহানের ছেলে। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।