ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৬ - ২:২৫ পূর্বাহ্ন

রাসিকে মিটিংয়ে ঠিকাদারদের ধমক, সভা বয়কট করে বিক্ষোভ

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: বকেয়া বিল পরিশোধের দাবি জানালে ঠিকাদারদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন এর বিরুদ্ধে।

গতকাল বুধবার সকালে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি বিষয়ক একটি সভায় এ ঘটনা ঘটে। পরে ঠিকাদাররা ওই সভা বয়কট করে বিক্ষোভ করেন।

জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি জানতে ঠিকাদারদের সাথে সভার আয়োজন করে প্রকৌশল দপ্তর। সভায় মেসার্স মুন এন্টার প্রাইজ, এ্যানি এন্টার প্রাইজ, রুদ্র এন্টার প্রাইজ, গোলাম সারোয়ার, আবুল মালেক, এ আর কনসট্রাকশন, হোসেন এন্টার প্রাইজ, আজিজুল ট্রেডার্স, মা এন্টার প্রাইজ, মাইশা এন্টার প্রাইজ, বিসমিল্লাহ, মানহা এন্টার প্রাইজ, ফরিদা ইয়াসমিন, কনামনি এন্ড নাফিসা ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওই সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনসহ অন্যানো প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সভায় চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বকেয়া বিল পরিশোধের দাবি জানান উপস্থিত ঠিকাদাররা।

এতে ক্ষুদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন ঠিকাদারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে তাদের কাজ বাতিলের হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঠিকাদাররা সভা ত্যাগ করেন। পরে তারা সিটি কর্পোরেশনের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ঠিকাদাররা অভিযোগ করেন, রাসিকের অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে রয়েছে। পাওনা টাকা না পাওয়ায় তারা শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। বিল ছাড়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হলে কোনো সাড়া মেলনি। তাই টাকার অভাবে ঠিকাদারেরা দ্রুত কাজ শেষ করতে পারছে না। এতে রাস্তাগুলো দীর্ঘদিন ধরে খোঁড়া অবস্থায় পড়ে থাকছে, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নগরীতে বাড়ছে ধুলাবালু ও দূষণ।

ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের বিল ছাড়ছে না প্রকৌশল দপ্তর। তারা নানা অজুহাতে বিল না দিয়ে ঠিকাদারদের হয়রানি করছে।

তিনি বলেন, বুধবার সকালে উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে সভার আয়োজন করে প্রকৌশল দপ্তর। ওই বৈঠকে ঠিকাদারদেরও ডাকা হয়। বৈঠকের এক পর্যায়ে ঠিকাদাররা তাদের বয়েকা বিলের বিষয়টি উপস্থাপন করলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন তাদের ধমক দিয়ে কাজ বাতিলের হুমকি দেন। এতেই ঠিকাদাররা ক্ষিপ্ত হয়ে সভা থেকে বেরিয়ে গিয়ে বিক্ষাভ করেন।

তিনি আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রকৌশল দপ্তর যদি রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ এর সাথে ঠিকাদারদের বৈঠকের ব্যবস্থা না করে, তাহলে প্রয়োজনে নগরীর সকল উন্নয়ন কাজ বন্ধ করে দেয়া হবে। ঠিকাদাররা ওই সভাতেই প্রশাসকের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন বলে জানান এই ঠিকাদার।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈনকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান বলেন, সভায় ঠিকাদারদের সাথে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। তাদের অভিযোগ সত্য নয়।