ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শাপলার উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট: Sunday, January 11, 2026 - 12:24 am

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল শনিবার বিকাল ২টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় সংস্থার নগরীর সপুরাস্থ প্রধান কার্যালয় (শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হল) হতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার মোট ৪৩ জন (উচ্চ শিক্ষা বৃত্তি ৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ৩৪ জন) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া। সভাপতি হিসেবে ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

সংস্থার উচ্চ শিক্ষা বৃত্তির আওতায় ৯ জন শিক্ষার্থীকে জুলাই-সেপ্টেম্বর ২০২৫ মেয়াদে (প্রতিমাস জনপ্রতি ৩০০০.০০) তিন হাজার হিসেবে এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ৩৪ জন শিক্ষার্থীকে (প্রতিমাস জনপ্রতি ১৫০০.০০) এক হাজার পাঁচশত টাকা হিসেবে সর্বমোট ২১৬০০০.০০ (দুই লাখ ষোল হাজার) টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য, উচ্চ শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েট, মেডিকেল, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রাপ্ত শিক্ষা বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা এবং শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই মাদক ও মোবাইলে আসক্ত না হয় সেই পরামর্শও প্রদান করেন।

পাশাপাশি অতিথিবৃন্দ তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী উন্নত শিক্ষা জীবন কামনা করেন।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী সদস্য এবং অতিথিবৃন্দ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শাপলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, উপকারভোগী সদস্য, বিভিন্ন পর্যায়ের স্টাফ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।