ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৩:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি জব্দ

  • আপডেট: Saturday, January 10, 2026 - 12:03 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৯ বিজিবি। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকাল ১১টায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ছয় মাসে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়েছে।