মাদকবিরোধী অভিযানে ৭ জনসহ নগরীতে গ্রেপ্তার ৩২
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ডিবি, বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা এবং পবা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, দেশি চোলাই মদ উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২শ ৫০ টাকাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় আরএমপি ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার অভিযানে মোট ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- তাজমিনা (৫৩), বুলবুল ইসলাম (৪৯), টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), নূর ইসলাম ওরফে শামীম (৩৫), পারভেজ ইসলাম (২১), ইমন ইসলাম (২৫) ও বাদল আলী (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আরএমপি মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বিশেষ অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১১ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











