ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৩:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে কমেছে পেঁয়াজের ঝাঁজ

  • আপডেট: Saturday, January 10, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে কমেছে পেঁয়াজের ঝাঁজ। এছাড়া শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাজারে আমদানি বাড়ায় কমেছে শীতের সবজির দাম।

গতকাল শুক্রবার রাজশাহী মহানগরীসহ এর উপকন্ঠের বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বাজারগুলোতে কেজিতে ৫টাকা কমে প্রতিকেজি পেঁয়াজ নতুন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ফুলকপি ২০ থেকে ২৫, বাধাকপি প্রতিপিস ২০/২৫, সিম প্রতিকেজি ৪০, টমেটো ৪০ থেকে ৫০, আলু নতুন ৩২ থেকে ৩৫, পুরাতন ১০ থেকে ১৫, বেগুন ৬০, পটল ৩৫, ঢেড়স ৩০, শশা ৫০, মিস্টি কুমড়া ৩০, প্রতিপিস লাউ ২০, চাল কুমড়া ৩০, আদা ৮০, রসুন ৭০ টাকা ও কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে বাজারে গতকাল প্রতিহালি সাদাডিম ২৯/৩০ এবং লালডিম ৩১/৩২ টাকায় বিক্রি হয়েছে। খামারিরা বলছেন, এই ডিম পাইকারদের কাছে তারা আরো কমদামে বিক্রি করছেন। এতে তাদের উৎপাদন খরচ উঠছে না। তাছাড়া গতকাল প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০, সোনালী ২৫০ থেকে ২৬০, দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল মাছের দামও কিছুটা কমে প্রতিকেজি ছোটমাছ ২০০ থেকে ৪০০, সিলভার কার্প ১৩০ থেকে ১৬০, পাঙ্গাস ১৫০ থেকে ১৮০, রুই-কাতলা ২৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি গরুর মাংস ৭ ’শ থেকে ৭৫০, খাসির মাংস ৯’শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া গতকাল নগরীর কুমারপাড়ার চালের আড়ত গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারে প্রতিকেজি গুটিস্বর্ণা ৫১/৫২, পারিজা/ লালস্বর্ণা ৫৮ থেকে ৬০, আটাশ ৭২, মিনিকেট ৮২, নাজির শাইল ৯৩ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতিকেজি গুটিস্বর্ণা ৫৩ থেকে ৫৪, পারিজা/ লালস্বর্ণা ৬০ থেকে ৬২, আটাশ ৭৪, মিনিকেট নতুন ৮৫, নাজির শাইল ৯৫ টাকায় বিক্রি হয়েছে। এদিকে আটা খোলা ৪৫ থেকে ৫০, প্যাকেট ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। গতকাল প্রতিলিটার সয়াবিন খোলা ১৮০, বোতলজাত ১৯৮ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে।