বেগম জিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মিলন
স্টাফ রিপোর্টার: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন। কারণ শত নির্যাতন সহ্য করেও তিনি দেশে থেকেছেন। কখনো দেশ ছেড়ে পালাননি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হরিয়ান ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে হরিয়ান সুগারমিল মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা শহিদ হয়েছেন, চলমান আন্দোলনে যারা শহিদ হয়েছেন এবং জুলাই-আগস্টে কমলমতি শিশুসহ যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। শেষে দোয়া ও মোনাজাত কার হয়। হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাদশা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাজান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রুকুনুজ্জামান আলম, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল হালিম, রাবি ফিসারিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. দেলোয়ার হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, অ্যাডভোকেট আবু মোহাম্মদ তারেক প্রমুখ।











