রাবিতে চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘সি’ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ভর্তি পরীক্ষা বেলা ১০:৩০ মিনিট থেকে ১২:১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ১ হাজার ৭৬ জনের মধ্যে ৯৩৯ জন অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৮৭.২৭। পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।











