ঢাকা | জানুয়ারী ২, ২০২৬ - ৩:০৭ পূর্বাহ্ন

গ্রাম আদালত সক্রিয়করণে এনজিওগুলোর ভূমিকা জরুরি

  • আপডেট: Thursday, January 1, 2026 - 10:59 pm

স্টাফ রিপোর্টার: গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলার চাপ উল্লেখযোগ্য ভাবে কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প সময় ও স্বল্প খরচে ন্যায়বিচার পেতে পারবেন। প্রচলিত আদালতে মামলা নিষ্পত্তিতে যেখানে বছরের পর বছর সময় লেগে যায়, সেখানে গ্রাম আদালতে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যেই বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। ফলে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয়ের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত সক্রিয়করণের আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প। স্থানীয় সরকার শাখা রাজশাহীর উপপরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভায় জানানো হয়, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় রাজশাহী জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ১৬৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৬৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে নারী সংক্রান্ত মামলা রয়েছে ১ হাজার ৬৫১টি। প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা। পাশাপাশি প্রায় ১ হাজার ৫৭ শতক জমি পুনরুদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। গ্রাম আদালতে অনধিক তিন লাখ টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে। গ্রাম আদালত একটি সময়োপযোগী ও জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা। এটি শক্তিশালী করা গেলে গ্রামের সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচারের আওতায় আসবে। প্রশাসনের পাশাপাশি আইন সহায়তা প্রদানকারী এনজিও এবং গণমাধ্যমকে এ ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এসময় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলেনা আকতার, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রকল্প সমন্বয়কারী মারুফ আহমেদ, আশ্রয়ের আঞ্চলিক ব্যবস্থাপক রেজুয়ান মন্ডলসহ গ্রাম আদালত সক্রিয়করণে যুক্ত বিভিন্ন আইন সহায়তা প্রদানকারী এনজিওর প্রতিনিধিরা।