ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ৩:৩৪ পূর্বাহ্ন

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 11:19 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর জেলার বাঘা উপজেলার হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় বাঘায় বসবাসরত তৃতীয় লিঙ্গ এর ৫০ জনের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, বাংলাদেশে হিজড়ারা ‘হিজড়া’ বা ‘হিজরা’ হিসেবেই পরিচিত হবেন। তাঁদের নারী অথবা পুরুষের পরিচয় ধারণ করতে হবে না। ২০১৩ সালে মন্ত্রিসভা হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে হিজড়ারাও আলাদা একটি লিঙ্গ হিসেবে স্বীকৃত পেয়েছে। তবে প্রচলিত ধারণাকে ভেঙে এই তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পাশাপাশি সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য বেসরকারি উদ্যোগ প্রয়োজন।