নাচোলের আলোচিত নিখোঁজ নারী শিশু ভিকটিম ময়মনসিংহ থেকে উদ্ধার
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আলোচিত নিখোঁজ নারী শিশু ভিকটিমকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নিখোঁজ নারী শিশু হচ্ছে উপজেলার ফতেপুর দিয়ারখোলসী এলাকার নিখোঁজ নারী শিশু ভিকটিম মৌ (১৪) (ছদ্মনাম)।
নাচোল থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে নাচোল থানা পুলিশের একটি চৌকস টিম ময়মনসিংহ তারাকান্দা থানার ভালকি এলাকা হতে গত মঙ্গলবার রাতে তারাকান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে গতকাল বুধবার সকালে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়।
জানা যায়, গত ২১ ডিসেম্বর নারী শিশু ভিকটিম নিজ বাড়ি থেকে নিখোঁজ হলে ২২ ডিসেম্বর ভিকটিমের বাবা নাচোল থানায় নিখোঁজ জিডি করেন। পরবর্তীতে নাচোল থানার অফিসার ইনচার্জ-এর তত্বাবধানে এস আই জিয়াউর রহমান এর প্রচেষ্টায় ৮ দিন পর গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করে ভিকটিমকে তার বাবার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়৷ ভিকটিমের মা নাচোল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস আই জিয়াউর রহমান জানান, নিখোঁজ জিডি পেয়ে তিনি সারাদেশের সকল থানায় নিখোঁজ বেতার বার্তা প্রেরণ করেন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটমের অবস্থান নির্ণয় করেন এবং পরবর্তীতে অফিসার ইনচার্জ আছলাম আলী স্যারের নির্দেশনায় ও তত্বাবধানে ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের সহায়তায় ভিকটিম ছদ্মনাম মৌকে (১৪) উদ্ধার করে তার পিতার জিম্মায় প্রদান করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, এস আই জিয়াউর রহমান নাচোল থানায় যোগদানের পর থেকেই একের এক ভিকটিম উদ্ধার করে চলেছেন। তিনি গত ৬ মাসে প্রায় ১০/১২ জন নিখোঁজ ভিকটিম তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, নাচোল থানায় জিডি করতে বা ভিকটিম উদ্ধার করতে কোন টাকা লাগে না এবং নিখোঁজ ভিকটিম উদ্ধার করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।











