ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৪:৫৪ পূর্বাহ্ন

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 12:00 am

প্রেস বিজ্ঞপ্তি: মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং ইউসেপ বাংলাদেশ এর পরিচালনায় অংশীদারিত্ব প্রকল্প মা ফাতেমা (রা.) মহিলা উন্নয়ন ও প্রশিক্ষণ কমপ্লেক্স, সারিয়াকান্দি, বগুড়ায় ৬ষ্ঠ পর্বের ৪র্থ ব্যাচের সমাপনী ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব ড. আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলার যুব ও মৎস্য অফিসারসহ ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্খাপক শাহিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন। ট্রেনিং কার্যক্রমে আদিবাসী সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং কর্মসংস্থানের বিষয়টিকে নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাগন ভূয়সী প্রশংসা করেন ।