ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৩:২৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে মাইকে ঘোষণা দিয়ে ভেকুতে আগুন দিল এলাকাবাসী

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 10:39 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে মধ্যেরাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুকুর খননের ৪টি এস্কেভেটর গাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসী।

গত সোমবার দিবাগত রাত ১টার সময় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী বিলে এই ঘটনা ঘটে। এস্কেভেটর চালকদের দাবি, আগুন দেয়া চারটি গাড়িতে প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

মধ্যেরাত থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত গাড়িতে আগুন জ্বলছিল। এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দলবল নিয়ে ওই পুকুরে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আধা ঘণ্টা খনন কাজ বন্ধ ছিল।

স্থানীয় ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এসিল্যান্ডের অভিযান ছিল লোক দেখানো। দায় এড়াতে এসিল্যান্ড এসেছিলেন। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আবারও পুকুর খনন কাজ শুরু করে। দুইটি গাড়িতে থেকে এসিল্যান্ডের অভিযানের পর দিন গত সোমবার একযোগে নতুন করে আরও তিনটি গাড়ি নামায়। পুকুর খননকারীরা আমাদের এই উপজেলার না। তারা পার্শ্ববর্তী উপজেলার তাহেরপুর পৌর এলাকার হওয়ায় খুবই প্রভাবশালী। প্রশাসনের হস্তক্ষেপে পুকুর খনন বন্ধ না হওয়ায় স্থানীয়রা একজোট হয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিক্ষুদ্ধ জনতা মধ্যে রাতে আগুন আগুন দেয়ার পর আপাতত পুকুর খনন কাজ বন্ধ রয়েছে। সেখানে প্রায় ৫০ বিঘা জমি ঘিরে নিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছেন তাহেরপুর পৌর এলাকার বেলাল হোসেন নামের এক ব্যবসায়ী। পুকুরে ৫টি গাড়ি থাকলেও আগুন দেয়া হয়েছে চারটি গাড়িতে। এ সময় কথা হয় একজন এস্কেভেটর চালকের সঙ্গে।

তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, মধ্যে রাত ১টার দিকে বিলের আশেপাশের গ্রামের দুই থেকে তিনটা মসজিদে একসঙ্গে ঘোষনা দেয়া অবৈধ পুকুর খনন ঠৈকাতে সবাই বিলে নেমে আসুন। খননকাজ বন্ধে প্রতিহত করুন। এসময় এলাকার লোকজন এসে গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় পুকুর খননকারী বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে উপজেলার ঝিনাইয়ের মোড়, কয়ামাজমপুর, সুখানদিঘী, উজানখলসী, মাড়িয়া সহ কয়েক জায়গায় পুকুর খননকাজ শুরু হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে পুকুর খননকাজ সাময়িক বন্ধ থাকলেও আবার নতুন করে খননকাজ চলছে।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, ওই বিলে কাজ বন্ধ করে দেয়ার পর তারা আবারও শুরু করে দিয়েছে এমন অভিযোগ পেয়েছি। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সময় অভিযান দেয়া যাচ্ছে না।

এসিল্যান্ড বলেন, এর আগে অনেক পুকুর খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে। জেল জরিমানা ও গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।