ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:৩৪ পূর্বাহ্ন

কেশরহাট পৌরসভার গরু জবাইখানা এলাকায় চরম দুর্গন্ধ, জনদুর্ভোগ

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:35 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মাছ বাজার ও তরকারি বাজার সংলগ্ন গরু জবাইয়ের স্থানটি দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অন্যতম উৎসে পরিণত হয়েছে। জবাইখানা এলাকায় পচা নর্দমা ও গরুর মলমূত্র জমে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, এখানে গরু জবাইয়ের জন্য একটি টিনশেড নির্মাণ করা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে গরুর মলমূত্র ও বর্জ্য মাসের পর মাস ফেলে রাখা হচ্ছে। ফলে নোংরা পানি ও দুর্গন্ধে পুরো বাজার এলাকা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। মাছ ও তরকারি বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা জানান, প্রচণ্ড দুর্গন্ধের কারণে তারা চরম ভোগান্তির মধ্যে পড়ে কেনাকাটা করতে বাধ্য হচ্ছেন।

এতে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর উপজেলা প্রশাসন, কেশরহাট পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।