ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:২২ পূর্বাহ্ন

শিবগঞ্জে পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:22 am

চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিলানী মোড় বাঁধ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫।

সোশ্যাল মিডিয়ায় ওই এলাকায় দুর্বৃত্তদের পরীক্ষামূলক ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল হওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানে বের হয়।

রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় বাঁধ সংলগ্ন একটি আম বাগানে সন্দেহভাজন কিছু পলিথিন ব্যাগ পড়ে আছে। রাত সাড়ে ১০টায় র‌্যাবের দলটি সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত আলামতগুলো জব্দ করে।

গান পাউডার: ৩টি পলিথিনে রাখা ২ কেজি ১৫০ গ্রাম সাদা, কালো ও লালচে রঙের গান পাউডার সদৃশ পদার্থ। তৈরির সরঞ্জাম: কাঁচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাঁটা, ৩টি লাল কসটেপ এবং ১৩টি জর্দার খালি কৌটা। র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল বা এর আশেপাশে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের তদন্ত অব্যাহত রয়েছে।