ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:৩৬ পূর্বাহ্ন

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফকে ফের রুখল বিজিবি

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:16 am

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা আবারও রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রোববার পতাকা বৈঠকের ২৪ ঘণ্টা পার না হতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবি সদস্যদের প্রচণ্ড বাধার মুখে বেড়া নির্মাণকাজ বন্ধ করতে বিএসএফ সদস্যরা বাধ্য হন। এ নিয়ে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছেন।

গত শনিবার ভোরে সীমান্তের ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এতে বিজিবির বাধা এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তা বন্ধ করা হয়। অথচ রোববার তারা আবারও সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়।

এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সীমান্ত পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো অবস্থায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেব না। তিনি আরও জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।