ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:১৫ পূর্বাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:15 am

প্রেস বিজ্ঞপ্তি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং ২০২৬ সেমিস্টারের বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) ও সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এরপর পর্যায়ক্রমে ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং সবশেষে ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)। তাঁরা ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।