ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৮:২৩ পূর্বাহ্ন

তানোরে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 12:04 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রির অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টরের মালিকসহ চালকরা পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিমন পাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলা জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টর এনে বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি শিব সংকর বসাক ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।