ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

হারুনুর রশীদ, চাঁদসহ তিনটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন উত্তোলন

  • আপডেট: Friday, December 19, 2025 - 12:11 am

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ, রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল স্ব স্ব উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন হারুনুর রশিদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে হারুনুর রশীদ হারুন নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় হারুনুর রশীদ হারুন গণমাধ্যমকে বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা বা নাশকতার চেষ্টা হলে বিএনপি কঠোর অবস্থান নেবে বলেও তিনি জানান। এ বিষয়ে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন পরিস্থিতিতে সরকারের শক্ত নজরদারি থাকা জরুরি। হারুনুর রশীদ আরো বলেন, গত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেননি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে গুরত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, সব বাধা অতিক্রম করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

এদিকে, বাঘা ও চারঘাট প্রতিনিধি জানান, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পৌর বিএনপির সভাপতি নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

পুঠিয়া প্রতিনিধি জানান, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটি নেতারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমান ও উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান-এর কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আয়নাল হক ও পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আবু হায়াত।

এসময় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক স্বপন হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু রাকিব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম হোসেন জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল প্রমুখ।