চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রায় ১ হাজার কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম-এর সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, নেজামপুর ইউপির চেয়ারম্যান আমিনুল হক প্রমুখ।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট কার্যালয় গমের উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত বীজ উৎপাদনের জন্য প্রণোদনা বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভোলাহাট উপজেলা কৃষি অফিসের সামনে এ প্রণোদনা বিতরণ করা হয়। ভোলাহাট উপজেলায় মানসম্মত গমবীজ উৎপাদনের জন্য ৫০ জন কৃষককে প্রণোদনা বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে নয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ প্রধান অতিথি থেকে ৫০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করেন।
গোমস্তাপুর প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গম বীজ ও অন্যান্য উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে উপজেলার তিন ইউনিয়ন ও এক পৌরসভার ৭৫ জন কৃষকের মধ্যে গম ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে গম শস্যের এই প্রণোদনা দেয়া হচ্ছে। পরে একই স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।











