ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী-৬ আসনে উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

  • আপডেট: Thursday, December 18, 2025 - 12:13 am

চারঘাট প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী হিসেবে জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা আনোয়ার হোসেন উজ্জলের প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ করার পর বিএনপি নেতৃবৃন্দ বলেন, আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে স্বতন্ত্র প্রার্থী জননেতা আনোয়ার হোসেন উজ্জল ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করব ইনশাল্লাহ।