ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৫ - ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম

তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

  • আপডেট: Thursday, December 18, 2025 - 12:32 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার ভোর ৬টার দিকে তানোর পৌর এলাকার বেল পুকুরিয়াস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী ও ১ মাত্র কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মামুন ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন। তার পরিবার সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন থেকে তিনি জন্ডিস রোগে ভুগছিলেন। হটাৎ আকস্মিকভাবে তার মৃত্যু হয়। বেলা ২ টার দিকে জানাজার নামাজ শেষে তাকে তার পাড়ির পার্শ্বের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে তানোর প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত।