পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তোতা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে পুঠিয়া পৌরসভার কাজীপাড়া এলাকায়। নিহত তোতা মিয়া রাজশাহীর চারঘাট উপজেলার বড় বালাদিয়ার গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়া পুঠিয়া বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কাজীপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তোতা মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।










