ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৫ - ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মরণে কম্বল বিতরণ

  • আপডেট: Thursday, December 18, 2025 - 12:01 am

স্টাফ রিপোর্টার: হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় আহ্ছানিয়া মিশন রাজশাহীর উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন রাজশাহী শাখার সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান ড. গোলাম মাওলা, সাধারণ সম্পাদক প্রফেসর ড. একরামুল ইসলাম, ট্রেজারার ড. নূরজাহান বেগম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য মামুনুর রশীদ লালন, সদস্য রফিকুল ইসলাম ফারুক, সদস্য জাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।