ঢাকা | ডিসেম্বর ১৬, ২০২৫ - ৫:০৭ পূর্বাহ্ন

বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: বিভাগীয় কমিশনার

  • আপডেট: Monday, December 15, 2025 - 12:22 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর ১৯৭১ এ চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের শুধু নির্মূল করার জন্যই এ হত্যাযজ্ঞ চালানো হয়নি, এ জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই দুরভিসন্ধি থেকে এ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

গতকাল রোববার রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, স্বাধীনতার ঊষালগ্ন থেকে জাতির সূর্যসন্তানরা যারা আমাদের জাতীয় চেতনাবোধ ও বাঙালি জাতিসত্তা জাগ্রত করেছিলেন, সেই বুদ্ধিজীবীদের স্বাধীনতার দুইদিন পূর্বে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, রাজশাহীবাসী একদিক দিয়ে গর্বিত, অন্যদিকে ব্যথিত। বুদ্ধিজীবী তালিকার প্রথম শহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহিদ মিনার রাজশাহী কলেজে নির্মিত হয়েছিল। রাজশাহীবাসী জ্ঞান-গরিমায় ও চিন্তা-চেতনায় বহুকাল থেকেই অগ্রগামী।

বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী অঞ্চলের যে হাজার বছরের ঐতিহ্য তা জাতীয় চেতনায় এবং জাতীয় অগ্রযাত্রায় একক বৈশিষ্ট্যে সব সময় নেতৃত্ব দিয়ে এসেছে। আমাদের আজকের এই অবস্থানে আসার পেছনে যাদের রক্তের অবদান আছে তাদেরকে আমরা স্মরণ করছি। তাদেরকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে, ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানের মতো দেশমাতৃকার প্রয়োজনে আমারা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। ২৪-এ দেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে বাঙালি জাতি একটি অদম্য জাতি। আমরা কারো কাছে পরাভব মানি না।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। অথচ মহান বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ই ডিসেম্বর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। মূলত দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গতকাল রোববার বিকেলে দাওয়াতুল ইসলাম ট্রাস্টে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন।

এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, স্বাধীনতার ২ দিন পূর্বে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ১৬ই ডিসেম্বরের পরও হত্যাকান্ড হয়েছে। তখনতো পাকিস্তানী বাহিনী ছিল না। কোন শক্তি সেই হত্যাকান্ডে জড়িত ছিল? তার জন্য কী পাকিস্তানী বাহিনীকে দায়ি করতে পারি? তার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাও দায়ি থাকতে পারে। এটা নিয়েও বিতর্ক রয়েছে। এটা বের করার দায়িত্ব ছিল স্বাধীনতা পরিবর্তী যারা ক্ষমতায় এসেছিল তাদের। কিন্তু তারা তা করেননি।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

শহীদ বুদ্ধিজীবী দিবস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল ৮টায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও আলোচনা সভা। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. আব্দুল লতিফ।

 

রাসিক

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। পুস্পস্তবক অর্পণকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন সহ রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ

যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করেছে রাজশাহী জেলা পরিষদ। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো: আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

বিএমডিএ

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ। পুস্পস্তবক অর্পন শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, বিএমডিএ সচিব নীলুফা সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

পবা

রাজশাহীর পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান। এছাড়াও আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

বাঘা

রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তারের সভাপতিত্বে ও বাঘা প্রতিবন্দী সাহায্য কেন্দ্র সহায়তা কর্মকতার মনসুর আলী পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শফিউর রহমান শফি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, মহিলা বিষক কর্মকর্তা নাসরিন আক্তার, বাঘা প্রেসক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, প্রভাষক আলী আযম, ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বাঘা থানা (ওসি) সেরাজুল হক, কালিদাস খালি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নোশিক ইয়াসমিন প্রমুখ।

 

পুঠিয়া

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

চারঘাট

রাজশাহীর চারঘাটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটির কর্মসূচি মোতাবেক সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকীসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরে শহীদ বৃদ্ধিজীবিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

দুর্গাপুর

রাজশাহীর দুর্গাপুরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গণকবর ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আ ন ম রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলরের কমান্ডার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা ইনছেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পোরশা

পোরশায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সট্রক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

গোমস্তাপুর

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। গতকাল রোববার আটটায় রহনপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আছহাবুর আলী, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী প্রমুখ।

 

রহনপুর

রহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় দলীয় অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। এসময় আরও উপস্থিত ছিলে রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম রসদুল, রহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, বিএনপি নেতা, শেখ জামির-উল ইসলাম বিপ্লব, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ।

 

শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালন হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি নিবেদন করা হয় গভীর শ্রদ্ধা।