নিজেই ফেস্টুন অপসারণ শুরু করলেন জামায়াত প্রার্থী লিটন
দুর্গাপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন নিজ উদ্যোগে তার সব ধরনের নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছেন।
এর আগে গত শুক্রবার দুই উপজেলার বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীদের পোস্টার ফেস্টুন সরাতে দেখা যায়। গতকাল শনিবার সকাল থেকেই দুই উপজেলার বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়িপাল্লার প্রার্থী লিটন। জানা যায়, গত বৃহস্পতিবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলোকে এই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নেতাকর্মীদের নিয়ে শহরের দয়ালের মোড়ে তার নির্বাচনি ব্যানার-পোস্টার নিজের হাতে খুলে অপসারণ শুরু করেন।
জানতে চাইলে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনি প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী। এসময় উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান, আসন কমিটির সদস্য তাহের হুদা রঞ্জু প্রমুখ।











