আপনাদের সন্তান হিসেবে আমি সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম: মিনু
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আপনাদের সন্তান হিসেবে আমি সুখে-দুঃখে পাশে ছিলাম। বিপদে-আপদে পাশে ছিলাম। রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে তার সব আপনাদের অবদান। এর সবচেয়ে বড় অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।
গতকাল শুক্রবার বিকেলে ভদ্রা মোড়ে রাজশাহী নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা এখন অসুস্থ। তিনি আমাদের মা। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও দেশের সার্বিক উন্নয়নে তিনি যেন আগের মতো ভূমিকা রাখতে পারেন। আগামী দিনে যদি দেশের মানুষ আমাদের দেশ পরিচালনা সুযোগ করে দেয় তাহলে ১৯৯১-৯৬ এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমাদের সন্তানরা পড়ালেখা শেষ করে বেকার বসে আছে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং শিল্প কারখানা প্রতিষ্ঠা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মিনু আরো বলেন, আমরা দেশের মানুষকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিব। লাইন ধরে খাবার নিতে হবে না। তাদের কাছেই পৌঁছে যাবে। যারা বেকার যুবক কর্মসংস্থান হয়নি। তাদের সনদ দেখে তার একাউন্টে টাকা চলে যাবে। তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। আমাদের যারা শিক্ষিত মা রয়েছেন তারা তাদের সন্তানদের আরো ভালো শিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন করে তুলতে পারবেন।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি হচ্ছে কৃষি। সেই কৃষকরা ভাইয়েরা যাতে সার ও বীজসহ প্রয়োজনীয় উপকরণ ঠিকভাবে পায় সেই ব্যবস্থা করা হবে। যাতে তারা সোনালী ফসল ফলিয়ে নিজে লাভভান হওয়ার পাশপাশি অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। আবারও আমরা দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও ২৭ নং ওয়ার্ড বিএনপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব দোয়া মাহফিল থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। একাধিক স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলগুলোতে জননেতা মিজানুর রহমান মিনুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।









