ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৯:১০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির লাশ দেখার সুযোগ পেলেন ভারতীরা

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 12:16 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ভারতীয় নাগরিক এক বৃদ্ধ নারীর মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন তাঁর ভারতীয় স্বজনরা।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্যলাইনে বিজিবি-বিএসএফ-এর উপস্থিতিতে ওই বাংলাদেশি নাগরিকের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ওই নারীর নাম তারা বানু (৭৫)। তিনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জমিনপুর গ্রামের সামসুল হকের স্ত্রী। সোমবার রাত ৯ টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

তারা বানু’র মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিএসএফের কাছে আবেদন জানিয়েছিলেন তার মেয়ে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার দু’শতদিঘি গ্রামের মালেকা বেগম। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ যোগাযোগ করে বিজিবি’র সাথে এবং ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়।

এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে আন্তর্জাতিক সীমারেখায় মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়।

এসময় তারা বানু’র ভারতীয় স্বজনরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ৫৯ বিজিবি’র অধিনায়ক গোলাম কিবরিয়া আরো বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরনের কার্যক্রমকে মৌলিক কর্তব্য মনে করি আমরা। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।