ঢাকা | মে ১৪, ২০২৫ - ১১:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীতে নেপালের সেচমন্ত্রী পম্পা ভুসাল

  • আপডেট: Tuesday, April 26, 2022 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী পম্পা ভুসাল রাজশাহী এসেছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শন, প্রিপেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা দেখতে রাজশাহী এসেছেন তিনি। মঙ্গলবার বিকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছান তিনি।

নেপালি মন্ত্রীর সঙ্গে দেশটির জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সচিব দেবেন্দ্র কারকি, জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ড. সুরেন্দ্র লাব কামা, জলসম্পদ ও সেচ অধিদপ্তরের মহাপরিচালক সুসিল চন্দ্র আচ্চারিয়া, যান্ত্রিক সেচ উদ্ভাবন প্রকল্পের প্রকল্প পরিচালক দীপেন্দ্র লৌদারি, অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি দিল বাহাদুর ছেত্রী ও জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সেকশন অফিসার পবিত্র গাইরে।

বিকালে তারা রাজশাহী বিমানবন্দরে এলে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান নেপালি মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন। নেপাল সরকারের এই প্রতিনিধি দলটি বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি বিএমডিএ’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS