নগরীতে কাপড়ের দোকান পুড়ে প্রায় ছয় কোটি টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার: নগরীর সাহেববাজার কাপড়পট্টিতে আগুনে পুড়ে গেছে তিনটি কাপড়ের দোকানের সমস্ত মালামাল। ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর সকাল প্রায় ৯টার দিকে। এতে দুই মালিকের প্রায় পৌনে ছয় কোটি টাকার কাপড়সহ মালামাল পুড়ে গেছে। এব্যাপারে আরএমপি বোয়ালিয়া থানায় পৃথক দু’টি অভিযোগ (আবেদন) দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ থেকে এবং সরোজমিন গিয়ে জানা গেছে। ৩ ডিসেম্বর বুধবার ৯টার দিকে মহানগরীর সাহেববাজার কাপড়পট্টিতে অমিত ক্লোথ স্টোর ও হ্যাপি ম্যাচিং সেন্টার নামের কাপড়ের দোকানে বন্ধ থাকা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এরআগেই দু’টি দোকানে থাকা কাপড়সহ সমস্ত মালামাল সম্পূর্ন পুড়ে যায়। এতে অমিত ক্লোথ স্টোরের এক কোটি বিশ লাখ টাকার এবং হ্যাপি ম্যাচিং সেন্টারের সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান অমিত ক্লোথ স্টোরের মালিক অমিত কুমার চৌধুরী এবং হ্যাপি ম্যাচিং সেন্টারের মালিক বুদ্ধিশ্বর সরকার। এব্যাপারে বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।









