রাজশাহীর ৮ থানায় নতুন ওসি
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার নয়টি থানার মধ্যে ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
গত সোমবার মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়। বদলিকৃত ওসিরা হলেন- গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির, দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন, বাগমারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
প্রসঙ্গত, রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ নাঈমুল হাছান যোগদান করেছেন।











