ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ১১:৫৫ অপরাহ্ন

রাজশাহীর আঞ্চলিক কেন্দ্রে বাউবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 11:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে এসএসসি প্রোগ্রামের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তির প্রমোশনাল কার্যক্রমকে আরও বেগবান করা এবং শিক্ষার্থী ভর্তির সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় টিউটর ও সমন্বয়কারী, নারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে বাউবির একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে আরও গতিশীলতা আনয়ন, ভর্তির প্রচার-প্রচারণা জোরদার করা, শিক্ষার্থীদের সেবা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রাখার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোরশেদা খাতুন ও প্রোগ্রাম অফিসার-এর সমন্বয়ে অনুষ্ঠিত হয়। তারা দায়িত্বপ্রাপ্ত সকলের মধ্যে পেশাগত সততা, সেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিতি ছিলেন নারী উদ্যোক্তা সুবর্ণা খাতুন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, এসেডোর প্রোগ্রাম অফিসার মিলন হোসেন, ধোকড়াকুল উচ্চ বিদ্যালয়ের সমন্বয়কারী ফিরোজা বেগম ও টিউটর মেরাজুল ইসলাম, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের টিউটর আব্দুল্লাহ্ হারুন পাশা, যুব উন্নয়নের টেকনিক্যাল চীফ অফিসার আবু বাক্কার সিদ্দিক, ব্র্যাক লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার শামীম আহসান। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম।