ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

এনসিপি কর্মীদের আচরণ জুলাই বিপ্লবের চেতনাবিরোধী: আরটিজেএ

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 12:40 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে একটি সংবাদ সম্মেলনে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের আটকে রেখে অশ্রাব্য ভাষা ব্যবহার, সংবাদ সংগ্রহ ও সংবাদ সম্মেলনে অংশগ্রহনে বাধা প্রদান এবং আটকে রেখে হেনস্থার হুমকি প্রদান করেন। পাশাপাশি অবরুদ্ধ রেখে হেনস্তা করা হবে বলে সংবাদ কর্মিদের বারংবার শাসান এনসিপির কর্মীরা।

এমন হেনস্তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং জুলাইয়ের চেতনাবিরোধী উল্লেখ করে আরটিজেএর নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় আরটিজেএর আহবায়ক মেহেদী হাসান শ্যামল ও সদস্য সচিব আব্দুল জাবীদ অপু এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আরটিজেএ মনে করে—এ ধরনের আচরণ ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত রাজনৈতিক দল এনসিপির কর্মি ও নেতাদের থেকে এধরনের আগ্রাসী ভূমিকা গণমাধ্যমের ওপর সরাসরি হস্তক্ষেপ ও হুমকি। এ ধরনের ঘটনা এনসিপির প্রতিশ্রুত নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়। তাই অবিলম্বে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এনসিপিকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে আরটিজেএ।

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহবায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন সম্মেলন স্থলে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সাংবাদিকদের আটকে তালা মেরে রাখার হুমকি দেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।