ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 12:00 am

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ব্র্যাক ওয়াশ কমিউনিটির উদ্যোগে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী তানভীর আহমেদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির টেকনিক্যাল কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আফরোজা আক্তার, জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

উদ্বোধনকালে বক্তারা বলেন, নতুন এই ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশন শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেবে এবং নিয়মিত স্বাস্থ্যবিধি অনুসরণে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং সবার জীবনযাত্রা আরও স্বাস্থ্যসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।