ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 12:21 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ট্রেনিং ইনস্টিটিউটে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দীর্ঘমেয়াদি কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রথিন কুমার পাল।

রাকাবের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী এবং রাকাবের ঋণ ও অগ্রিম বিভাগ–১ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ নবিউল করিম। কর্মসূচির সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার।

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নতুন ধারণা সৃষ্টি এবং উদ্ভাবনী ও সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে ০৩ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এতে বিভিন্ন খাতের ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং ব্যবসায় ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পরে কোর্সে অংশ নেওয়া সকল উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোক্তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পথচলায় আগামীর সম্ভাবনা ও করণীয় দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।