ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১১:০১ অপরাহ্ন

রাজশাহী নগরীতে আ’লীগ কর্মীসহ গ্রেপ্তার ১০

  • আপডেট: Friday, November 28, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জন আ’লীগ কর্মী গ্রেপ্তার করা হয়।

এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে, যারমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী ফয়সাল কবির (৩৫) মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।